জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যু দিবস উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে জাতীয় পার্টি। আজ রবিবার ( ০৯ অক্টোবর ) বিকাল ০৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিননিয়ার্সে এ স্মরণ সভার আয়োজন করে দলটি।
অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার বক্তব্যের প্রথমেই কথা বলেন প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সম্পর্কে। তিনি বলেন, আপনারা অনেকেই অনেক কিছু বলেছেন তার সম্পর্কে। আমি শুধু এতোটুকুই বলবো, তিনি তার জন্মের শুরু থেকে মৃতের আগ পর্যন্ত রাজনীতির সঙ্গে থেকেছেন।
আরও পড়ুনঃ মহানবীর (সা.) আদর্শ অনুসরণেই ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি: ধর্ম প্রতিমন্ত্রী
এরপর জি এম কাদের কথা বলেন দেশের মূল্যস্ফীতি সম্পর্কে।তিনি বলেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর থেকে মূল্যবৃদ্ধির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৩ নম্বরে।আবার কোন কোন জায়গায় বাংলাদেশের অবস্থান ১ নম্বরে।
জি এম কাদের বলেন, কেন আজ দেশের এই অবস্থা? কারণ একটাই সরকারকে কারো কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না। তিনি বলেন, যদি জণগণ আমাদের চায়। তাহলে আমরা একটি জবাবদিহিতা মূলক সরকার প্রতিষ্ঠা করবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এবং ঢাকা মহানগরের স্থানীয় নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :