জয়পুরহাটে গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকা থেকে গতরাত ৯টায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুজনকে গ্রেফতার করেছে র্যাব-০৫ এবং র্যাব-১০। র্যাব সূত্র জানায়, গ্রেফতার হওয়া মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী হচ্ছে বাইতুল হোসেন সুজন (৩৭)। সে জয়পুরহাট শহরের দেবীপুর মন্ডলপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব আরও জানায়, ২০০২ সালে ২৮ জুন জয়পুরহাট সদর এলাকার পাঁচুরচক প্রামানিক পাড়ার ফজলুর রহমানের ছেলে ৯ম শ্রেণীর ছাত্র মোয়াজ্জেম হোসেন কে তুলে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মৃত মোয়াজ্জেম হোসেনের পিতা বাদী হয়ে জয়পুরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানী শেষে জয়পুরহাট জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ আব্বাস উদ্দিন অভিযুক্ত ১১ জনের প্রত্যেক আসামীকে মৃত্যুদন্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। ৩১ জানুয়ারি মামলার রায় ঘোষণার সময় ১১ আসামীর ৬ জন অনুপস্থিত ছিলেন। মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫ এবং র্যাব-১০ এর গোয়েন্দা দল মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুজন কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
আরও পড়ুনঃ রাঙ্গামাটিতে কম্বল বিতরণ শীতার্তদের মধ্যে
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯ টার সময় জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে সুজন কে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক আসামী সুজনকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মতামত লিখুন :