জনপ্রিয় ফোক কন্ঠ শিল্পী পাগলা সোহাগের অফিশিয়াল চ্যানেলে নতুন গান ”মানুষ বড়ই স্বার্থপর” নিয়ে হাজির। এ সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী পাগলা সোহাগ আবার নতুন গান “ নিয়ে হাজির হবেন তার ইউটিউব চ্যানেলে ।
এ সময়ের জনপ্রিয় ভাইরাল কন্ঠ শিল্পী পাগলা সোহাগ আবার নতুন গান নিয়ে হাজির হবেন তার নতুন ইউটিউব চ্যানেলে। তিনি বলেন সবাই যে ভাবে আমাকে সাপোর্ট করে ভাইরাল পাগলা সোহাগ বানিয়েছেন ,আমার পক্ষ থেকে তাদের জন্য রইল শুভকামনা ও অফুরন্ত ভালোবাসা। দেশবাসীর কাছে অনুরোধ আমার নতুন ইউটিউব চ্যানেলের গান শুনবেন ।
আরও পড়ুনঃ বাংলাদেশ ৩৫তম জিডিপি’র দেশে উন্নীত : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
আশা করছি সবাই আমার Pagla Sohag Official চ্যানেলটি লাইক , শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন । সবার ভালোবাসা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাবো আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেনো আপনাদের আরো ভালো ভালো গান উপহার দিতে পারি ।
সেই আগের মত সাপোর্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমার “আমার যত হইয়াছে জ্বালা, অন্তর কালা” এই গানটিকে আপনারা অন্তরে যেমন গেঁথে নিয়েছেন, তেমনি অন্যান্য গানগুলি ও লাইক, শেয়ার ও কমেন্ট করে শেয়ার করবেন ।
আপনার মতামত লিখুন :