ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান।ছাত্রলীগের ছাত্র সমাবেশে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন। মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে ঐতিহাসিক উদ্যানের চারপাশ। বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে। তবে সকাল ১০টা থেকেই সমাবেশ মাঠে নেতাকর্মীদের ঢল নেমেছে
সকাল থেকেই নেতাকর্মীরা দলে দলে দোয়েল চত্বর, রমনা কালী মন্দির গেট ও টিএসসি এবং চারুকলার বিপরীত গেট দিয়ে মিছিল নিয়ে সম্মেলন স্থলে ঢুকতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে নেতাকর্মীদের উপস্থিততে সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে।
বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।
সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন হলের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় মিছিল সমাবেশস্থলে ঢুকছে। টিএসসির গেটের চারপাশে নেতাকর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান করতেও দেখা যায়।
আর পড়ুন: আগামীকাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
আপনার মতামত লিখুন :