ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ শোভাযাত্রা করেছে ছাত্রলীগ সিলেট মহানগর শাঁখা। আগামীকাল ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে স্বাগত জানিয়ে এ আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়।
সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টের গোল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মো. আল-আমীনের যৌথ পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সদ্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নসু ভৌমিক ও ছাত্রলীগ নেতা এডভোকেট মফিজুর রহমান।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ হলো শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা হওয়ার পর আগামীকাল পূর্ণ হতে যাচ্ছে ৭৫তম বছর। সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের। নেতৃবৃন্দ বলেন, বিগত ২৩শে ডিসেম্বর ২০২২ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম প্রকাশের পর বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সেই আনন্দের উচ্ছ্বাসে সিলেট মহানগর ছাত্রলীগও আনন্দিত।
তারা বলেন, বাংলা ভাষার মর্যাদা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সদা সোচ্চার ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা পিতার দেখানো পথেই দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। আজ তিনি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সাহসী পদক্ষেপ নিয়েছেন। প্রত্যেকটি পদক্ষেপে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং আগামীর সকল আন্দোলন সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ ছাত্রলীগ করোনা মহামারী, বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ এবং ধান কাটাসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে। সেই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: রাজধানীতে ভিন্ন ভিন্ন দুর্ঘটনায় ৩ জন নিহত
নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগর ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের প্রত্যেকটি নির্দেশনা ও কর্মসূচী পালনের জন্য প্রস্তুত আছে। বিএনপি-জামায়াতের দেশব্যাপী নৈরাজ্য, সকল ষড়যন্ত্র ও গুজব মোকাবিলায় মহানগর ছাত্রলীগ অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে কোনো আপোষ হবে না। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, সব অশুভ শক্তিকে পেছনে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ। এই প্রত্যয়ে ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ ও ঐক্যবদ্ধ বলে তারা মন্তব্য করেন।
শোভাযাত্রায় ছাত্রলীগ সিলেট মহানগরের সকল শাখার নেতৃবৃন্দসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আপনার মতামত লিখুন :