বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

চোরমারা দিঘীর উত্তর পাড় আলীগড় মসজিদ লিংক রোড যশোর পৌর কতৃপক্ষের নজর যেখানে যায়না


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২২, ৬:২৭ অপরাহ্ণ
চোরমারা দিঘীর উত্তর পাড় আলীগড় মসজিদ লিংক রোড যশোর পৌর কতৃপক্ষের নজর যেখানে যায়না

চোরমারা দিঘীর উত্তর পাড় আলীগড় মসজিদ লিংক রোড যশোর পৌর কতৃপক্ষের নজর যেখানে যায়না। যশোর পৌরসভার ৫নং ওয়ার্ড চোরমারা দিঘীর উত্তর পাড় মহল্লায় লিংক রোডে  বাতি নাই, পানি বের হওয়ার ড্রেন নাই। বাড়ি মালিক ও পথচারীরা আল্লার নাম নিয়ে বসবাস করছেন, পথ চলছেন। অন্ধকারে নারী পুরুষ ঠুলাঠুলি হচ্ছে। শুরু থেকেই পৌর কতৃপক্ষের নজর যায়নি ঐ এলাকায়।

এলাকার অন্তত ৮/১০ টি চায়ের দোাকানে প্রতিদিন আলোচনার বিষয় আলী গড় মসজিদের পূর্ব পাশের লিংক রোড এবং মসজিদের পশ্চিম উত্তর পূর্ব পাড়ার বসত বাড়ির খবরা খবর। ঐ এলাকায় অন্তত কয়েকশত ঘরবাড়ি রয়েছে। বাড়ি মালিক ও ভাড়াটিয়া হিসাবে প্রায় হাজার খানেক মানুষ সেখানে বসবাস করে। ড্রেনের অভাবে পানি যেমন বের হয়না। তেমনি সরু রাস্তায় নেই বাতি। দিনে যেমন তেমন রাত হলেই ঘটে যত বিপত্তি।

স্থানীয় বাসিন্দা মহসিন মিয়া জানান, বাড়ি করে বসবাস করছি সেই কবে থেকে। ভোটের আগে সব কাউন্সিলর প্রার্থী এসে বলেছিলেন পাশ করলে রোডে থাকবে বাতি, ড্রেন রাস্তা হবে সুনসান। এখন দেখছি ভোটের পর আর খোজ নেয় না।

যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দীন কবীর পিয়াস বলেন, কাউন্সিলর ও পৌরসভায় বার বার রোডের লাইট ও ড্রেন রাস্তা করতে করতে হাপিয়ে উঠেছি। কেন সমস্যার সমাধান হচ্ছেনা তা কারো বোধগম্য হয়না। ওসব বলে কোন কাজ হয়না তাই এখন তাকে বলা ছেড়ে দিয়েছি।

স্থানীয় বসবাসকারী ভূক্তভোগীরা জানান, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলম। ভোটের আগে তার পক্ষে এলাকার সুধীজনেরা ভোট চাইতে এসেছিল। তাই তাকে ভোট দিয়েছি। এখন রোড লাইট, ড্রেন রাস্তার কথা বললে তারা বলে ‘তুমি পায়ের জুতা খুলে আমাকে মার সেও ভাল তার কাছে ওসব বলতে পারবো না। সে (কাউন্সিলর) আমাদের চেনেনা। ভোটের প্রয়োজন ছিল তাই ভোটের আগে পাশে ছিলাম। ভোট হয়ে যাওয়ার পর তাকে আর চিনতে পারছিনা। ক্ষমা কর ভাই, বলে করজোড়ে ক্ষমা চেয়ে এটা সেটা খাওয়ায়ে চলে যায়।

আমরা অবাক হয়ে দেখি তিনি (কাউন্সিলর) এলাকার চিহ্নিত টাউট ঠগ জোচ্চোর অস্ত্রবাজ, আর্থিক কেলেঙ্কারীর নায়কদের নিয়ে ঘুরে বেড়ায়। তার সাথে যারা এই এলাকার ২/১ জন থাকে, সকলেই প্রশ্নবিদ্ধ চিহ্নিত টাউট। ঐসব লোকজন কখনো সমাজের উপকারে কোন কাজে আসেনি। উল্টো দেখি ভোটের আগে যারা তার বিরোধী বলয়ে ছিল সেই সব নোংরা লোকজন এখন তার কাছের লোক হয়েছে। ফলে তার কাছ থেকে আর সামাজিক উন্নয়নের আশা করিনা। রাস্তার লাইট, ড্রেন রাস্তার সংস্কার বা উন্নয়ন কাজের আশা আর করিনা।

আরও পড়ুন :চেকপোস্ট ইমিগ্রেশনে রেড অ্যার্লাট জারি

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমাজ পতি বলেন, ভোটের আগে সকলে মিলেই ভোট দিয়েছিলাম। শুনেছিলাম ছেলেটা ভাল। এখন তাকে আর খুজে পায়না। যারা তাকে আমাদের কাছে এনেছিল তাদের বললে বলে আমাদের কোন চারা বাটি নাই, আপনাকে কিভাবে চারা-পানি দেবো। এখন তিনি আমূল বদলেছেন।

তবে এসব অভিযোগ নিয়ে ৫নং ওয়ার্ডের কাউন্সিলরের কোন মতামত পাওয়া যায়নি। তার সাথের একজন জানান, প্রধানমন্ত্রী আসবে তাই কাউন্সিলর সাহেব ব্যস্ত। ২৪ তারিখের পর ফোন করতে পারেন।

Spread the love
Link Copied !!