চেকপোস্ট ইমিগ্রেশনে রেড অ্যার্লাট জারি। ঢাকার আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর পাশাপাশি যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে রেড অ্যার্লাট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বেনাপোল র্পোট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি)কামাল ভূঁইয়া রেড অ্যার্লাট জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী এর্লাট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত র্কমর্কতা আবুল কালাম আজাদ বলেন, জঙ্গি ছিনতায়ের ঘটনায় বেনাপোল ইমিগ্রেশনে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।সেই সঙ্গে ইমিগ্রেশনে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
আরও পড়ুন : কালের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে গরুর হাল
দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।
ছিনিয়ে নেওয়া দুই আসামি হলনে- নষিদ্ধি ঘোষতি জএেমবি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রাম।সোহেলের বাড়ি লাল মনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রাম।
[…] […]