বুকের জমিনে চলছে দহন
অঙ্গার হয় বিবর্ণ স্মৃতি
লক্ষ বছর পরে হব জীবাশ্ম জ্বালানি।
অনলে অনলে পুড়ে
আমার স্বপ্নের নীল আকাশ
কি বিকট গন্ধে।
দ্রোহের আগুনে লেলিহান শিখা
দাউদাউ করে জ্বলছে
জীবন চিতায় আরেক জীবন অনবরত পুড়ছে।
প্রসব বেদনায় কাতর নারীর মত
জীবনের সর্বশক্তিতে চিৎকার
তবু্ও বেদনায় কাতর।
মুক্তি নাই মুক্তি নাই
জীবনের এ দহন হতে
জীবন চিতায় সব জ্বলে যায় থাকে শুধু দুঃখ শেষে।
আরও পড়ুন: কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বেঞ্চ বিতরণ করেন মাহবুবুজ্জামান আহমেদ
[…] চিতার দহন | জাহিদ হাসান […]