চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে নৌকার প্রার্থীর জয়। চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান বিজয়ী হয়েছেন। আর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মুহা. জিয়াউর রহমান পেয়েছেন ৯৪ হাজার ৯২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁও-৩ আসনে জয়ী হলেন জাপার হাফিজ উদ্দিন আহমেদ
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আব্দুল ওদুদ পেয়েছেন ৫৯ হাজার ৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. সামিউল হক লিটন পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট এবং বিএনএফ প্রার্থী কামরুজ্জামান পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট।
[…] চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে নৌকার প্রার… […]