চাঁদার দাবিতে উলাশীতে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীর। যশোরের শার্শা উপজেলার উলাশী এলাকায় এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা হাত পা ভেঙ্গে দেয়ার পর তার চার লাখ পঁচাত্তর হাজার টাকা ছিনতাই করেছে যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামে সন্ত্রাসীরা নূর আলী (৪৮) নামে এক মুরগি ব্যবসায়ীকে হাতুড়ে পিটা করে হাত পা ভেঙে দেয়ার পর তার কাছ থেকে চার লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করেছে।
গত শুক্রবার রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত নুর আলীর বাড়ি ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামে।
আহত নূর আলী জানিয়েছেন, উলাশী বাজারে তার মুরগির দোকান আছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দোকান বন্ধ করে বাইসাইকেল থেকে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে গ্রামের প্রাক্তন মেম্বার মিলনের বাড়ির কাছে পৌঁছলে মিলন মেম্বার সহ ৬/৭জন ত্রা গ তার গতি রোধ করে এবং মিলন মেম্বারসহ তার ভাই শরিফুল ইসলাম পিপুল ছেলে আশিক সহ সাতজন নুর আলীকে হাতুড়ি পিটা করে। হকিস্টিক দিয়ে বেধড়ক পিটায়। ধারালো অস্ত্র দা দিয়ে কোপায়। এতে নুর আলীর দুই পা ভেঙে যায়। পরে গুরুতর।
আহত অবস্থায় তাকে শনিবার সকালে নয়টার দিকে যশোর ২৫০-শয্য। হাসপাতালে ভর্তি করা হয়। আহতের দাবি এ সময় তার কাছে থাকা ৪ লক্ষ ৭৫ হাজার টাকা ছিল। সন্ত্রাসীরা ওই টাকা ছিনতাই করে নিয়েছে।
আরও পড়ুন : ঢাকায় আদালত প্রাঙ্গনে পুলিশের চোখে স্প্রে মেরে দীপন হত্যা মামলার ২ আসামি ছিনতাই
নুর আলী জানিয়েছেন, ২০১৯ সালে নূর আলী উলাশী বাজারে মুরগির দোকান করেন। ওই সময় মিলন মেম্বার তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা বাবদ ওই টাকা না দিয়ে তিনি থানায় মামলা করে দেন। পরে মামলা তুলে নেয়ার জন্য মিলন মেম্বার তার উপর চাপ সৃষ্টি করে আসছিল। কিন্তু মামলা না উঠানোর কারণে মিলান মেম্বার ক্ষিপ্ত ছিল নূর আলীর উপর। এর জের ধরে গত শুক্রবার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় মিলের মেম্বার তার লোকজন নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।
[…] […]