চকরিয়ায় ৪৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক হয়েছে। কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৪৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে মহাসড়কের ফাঁশিয়াখালীর হাঁসেরদীঘি ও ডুলাহাজারা রিংভং বনবিট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ পৃথক অভিযান পরিচালনা করেন চকরিয়া থানার এসআই মো. কামরুল ইসলাম ও এসআই মো. আল ফুরকান।
আটক দুইজন হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্বপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সিকদার পাড়ার নাজমুল কাদেরের ছেলে আবদুল্লাহ আল মাহমুদ (২৪)।
আরও পড়ুনঃ চকরিয়ায় ৪৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা রিংভং বনবিট ও ফাঁসিয়াখালী হাসেরদীঘি এলাকায় পৃথক তল্লাশি চৌকি বসানো হয়। তল্লাশি চলাকালে খুটাখালীর জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩৮০০ পিস ইয়াবা ও লোহাগাড়ার আধুনগর এলাকার আবদুল্লাহ আল মাহমুদ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক দুইজনই এসব ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে ক্রয় করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
উৎসঃ বা. প্র.
আপনার মতামত লিখুন :