রেইনট্রি গাছের ডালে সুতোয় আটকা পড়ে একটি চিল। আড়াই ঘণ্টারও বেশি সময় সুতায় ঝুলেছিল পাখিটি। বার বার ডানা ঝাঁপটিয়ে যেন প্রাণ বাঁচানোর আকুতি করছিল পাখিটি।সোমবার (১০ অক্টোবর) সকালে গাইবান্ধা শহরতলীর ১নং রেলগেট এলাকায় স্থানীয় মোটর মেকানিক টিটুর চোখে বিষয়টি ধরা পড়ে। পরে চিলটি উদ্ধারের জন্য হেদায়েতুল ইসলাম নামে এক যুবক ফায়ার সার্ভিসকে ফোন দেন।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এসে চিলটিকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শী হেদায়েতুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে টিটুর গ্যারেজে মোটরবাইক মেরামত করতে আসেন তিনি। এসময় মোটর মেকানিক টিটু মিয়া তাকে বিষয়টি জানালে পাখিটি কষ্ট পাচ্ছে ভেবে খবর দেন ফায়ার সার্ভিসকে।
মেকানিক টিটু মিয়া বলেন, সকাল ১০টায় দোকান খুলেই চোখে পড়ে একটা চিল পাখি গাছের ডালে ঝুলছিল। পরে হেদায়েতুলের সঙ্গে পরামর্শ করি। হেদায়েতুল ফোন করার কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি ও মই নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চিলটিকে মুক্ত করেন।
আরও পড়ুনঃ পোষাকশিল্পে নারী সহকর্মীকে গণধর্ষণ, আটক ২
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাইবান্ধা স্টেশনের উদ্ধারকারী দলের টিম লিডার আবু মোতালিব বলেন, গাছের ডালে সুতোয় আটকা পড়েছিল চিলটি। তাদের কর্মীরা মই নিয়ে গাছে উঠে প্রায় আধা ঘণ্টারচেষ্টার পর সুতোটি কেটে দেন। তখন চিলটা ওড়ার চেষ্টা করে; কিন্তু অসুস্থ থাকার কারণে খুব বেশি উড়তে পারেনি। পরে মাটিতে পড়ে গেলে চিলটিকে উদ্ধার করে প্রাণিসম্পদের হেফাজতে দেয়া হয়।
জেলা প্রাণিসম্পদ অফিসার মাসুদার রহমান বলেন, চিলটি দীর্ঘক্ষণ ডালে ঝুলে থাকায় অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা দিয়ে চিলটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
[…] আরও পড়ুন : গাছের ডালে সুতোয় আটকে পড়া চিল উদ্ধারে … […]