বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

গরম হাওয়ায় দিশেহারা মানুষ


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ
গরম হাওয়ায় দিশেহারা মানুষ

গরম হাওয়ায় দিশেহারা মানুষ। তাপমাত্রা যায় হোক গরম হাওয়ায় দিশেহারা নাগরিক। যশোরের সর্বত্র এ কারনে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। শুধু মানুষই নয়, গরম হাওয়ায় ঝরে যাচ্ছে আম, লিচু, কাঁঠালের মুচি। দিনমজুর, রিক্সাওয়ালা ও খেটে খাওয়া মানুষ এ কারনে দিশেহারা হয়ে পড়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ি ১০ এপ্রিল সোমবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রী। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ পয়েন্ট ৬ ডিগ্রী সেলসিয়াস। এদিন বাতাসের আদ্রতা ছিল ২৮% (শতাংশ)। তবে যশোরে ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া অফিস। খুলনা বিভাগের মধ্যে শুধুমাত্র খুলনা জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ঠিক কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তার কোন পরিসংখ্যান দেওয়া হয়নি।

এদিকে ভ্যাপসা গরম আবহাওয়ায় নাগরিক নাভিশ্বাস উঠেছে। সোমবার রিক্সাচালকদের বিভিন্ন স্থানে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিতে দেখা গেছে।

তারা এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, গরমে বেঁচে থাকাটাই যেন দায়। গরমে দিশেহারা বোধ ব্যক্ত করেছেন রাজমিস্ত্রী ও দিনমজুররা। তবে অনেকেই বলেছেন, যশোরের মানুষ ৪২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়ও অভ্যস্ত। তবে এবার তাপমাত্রার সাথে যোগ হয়েছে গরম হাওয়া। এতেই মানুষের নাভিশ্বাস উঠেছে।

আরও পড়ুন: যশোরে ‘নাইট কুইনে’ মজলে খোয়াবে মোবাইল, মানিব্যাগ ও সম্মান

কাঠমিস্ত্রী সহকারী আব্দুর রশিদ (৬১) বলেন, রোযার মধ্যে কাজ করতে হচ্ছে, তবে গরম হাওয়ায় কষ্ট বেশি। মানুষজন ঘরে বাইরে সর্বত্র নাজেহাল হচ্ছে আবহাওয়ায়। কোথাও তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।
ভ্যান চালক লস্কর (৫৫) বলেন, গরমে বাইরে পথ চলতে ও ভ্যান চালাতে প্রচন্ড কষ্ট হচ্ছে।

Spread the love
Link Copied !!