কোয়েটার জান মোহাম্মদ ৬০তম সন্তানের বাবা হয়েছেন। কোয়েটার বাসিন্দা জান মোহাম্মদের স্ত্রী ২০২৩ সালের প্রথম দিনেই আরেকটি শিশুর জন্ম দিয়েছেন , যার পরে তার সন্তানের সংখ্যা দাঁড়ালো ৬০। জান মোহাম্মদের তিন স্ত্রী ৬০টি সন্তানের জন্ম দিয়েছেন এবং তার ৫ সন্তান মারা গেছে। তবে বাকি ৫৫ সন্তান জীবিত ও সুস্থ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জান মোহাম্মদ জানান, নতুন বছরের আগমনে আরেকটি সন্তানের জন্ম হওয়ায় তিনি খুবই খুশি।তিনি জানান, শিশুটির নাম হাজী খুশ খাল খান। উল্লেখ্য, জান মোহাম্মদের তিন স্ত্রী ও সন্তান একই বাড়িতে থাকেন। জান মুহাম্মদ পেশায় একজন কম্পাউন্ডার এবং শহরতলিতে নিজের ক্লিনিক চালান।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩১ জন
এদিকে কোয়েটার বাসিন্দা জান মোহাম্মদ চতুর্থ স্ত্রীর খোঁজ চালাচ্ছেন ।জান মোহাম্মদ আগে বলেছিলেন যে তার লক্ষ্য ছিল ১০০টি সন্তানের পিতা হওয়া এবং তিনি তাকে আরও সন্তান দান করার জন্য আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।
আপনার মতামত লিখুন :