বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

কেরাণীগঞ্জে ইনজামূল খানের মৃত্যু” হত্যা নাকি আত্মহত্যা , দিশেহারা পরিবার


এম, আসমত আলী:
প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২২, ১২:৫৫ অপরাহ্ণ
কেরাণীগঞ্জে ইনজামূল খানের মৃত্যু” হত্যা নাকি আত্মহত্যা , দিশেহারা পরিবার

কেরাণীগঞ্জে ইনজামূল খানের মৃত্যু” হত্যা নাকি আত্মহত্যা , দিশেহারা পরিবার। সন্তান হারিয়ে দিশেহারা হয়েছেন ইনজামুল খানের মা নাছিমা বেগম। মৃত্যুর দুই মাস পার হলেও ছেলে মৃত্যুর কারণ জানতে পারেননি। অন্তত ছেলে মৃত্যুর সঠিক কারণ জানতে থানায় ছুটছেন বাবা মা। তাদের ছেলে আত্মহত্যা করতে পারেন না। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন পরিবার। নিহতের মা নাছিমা বেগম বলেন,আমার ছেলেকে তারা নির্মমভাবে হত্যা করেছে।

 

গত ১০শে অক্টোবর ২০২২ ইং রাতে দক্ষিণ কেরাণীগন্জ থানার অধীনে মদিনা টাওয়ারের পিছনে সাউন্ড বক্স কারখানার পাশে বাশের আড়ার সাথে গলায় রশি দেওয়া অবস্থায় ইনজামুল খানের লাশ পাওয়া যায় এবং কেরানীগঞ্জ থানার এস আই মমিনুল হক লাশ উদ্ধার করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় চার জনকে আসামী করে একটি অপমৃত্যু মামলা হয়।যাহার মামলা নং-৫৩৫/২২ ইনজামূল খান দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চরাইল গ্রামের ইব্রাহিম খানের ছেলে। ইনজামূল খানের বাবা ইব্রাহিম খান বলেন, তার ছেলে আত্মহত্যা করতে পারে না। ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে আছি। দুই মাস পার হলেও ময়নাতদন্তের রিপোর্ট না আসায় হতাশা প্রকাশ করেন তিনি। তিনিও তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।

 

ইনজামৃল খান হত্যাকান্ডে প্রকৃত রহস্য উদঘাটন সহ হত্যাকারিদের আড়াল করার কাজে জড়িত দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক এসআই মমিনুল হক চৌধুরীর বিরুদ্ধে ডিআইজি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পরিবার।

আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,গত তিন’বছর পূর্বে কেরাণীগন্জ উপজেলার মদিনানগর গ্রামের মোঃ টলিম সিকদারের কণ্যা সাথী আক্তার(২১) এর সাথে একই উপজেলার চরাইল গ্রামের ইব্রাহিম খানের বড় ছেলে ইনজামূল খানের(২৪) বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাদের সংসারে দাম্পত্য কলহ শুরু হয়। এরই মধ্যে ২০২০ সালে সাথী আকতারের গর্ভে একটি মেয়ে সন্তানের জন্ম হয়।

 

দক্ষিণ কেরাণীগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইনজামূল খানের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তার পরিবারের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love
Link Copied !!