কুমিল্লায় অটোরিকশার পর্দার রশিতে গলা আটকে যুবকের মৃত্যু। সিএনজিচালিত অটোরিকশার পর্দায় লাগানো রশিতে গলা আটকে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জোবায়ের আহমেদ (৩২) কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় হরিমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মারুফ রহমান বলেন, কুমিল্লা ঈদগাহ থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাটি বুড়িচং উপজেলার চড়ানল এলাকায় এসে সামনের চাকার এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। অটো রিকশাটিতে চালকসহ ৫ জন ছিলেন। চাকা খুলে উল্টে যাওয়ার সময় অটো রিকশার পর্দায় লাগানো রশিতে গলা আটকে গুরুতর আহত হন জোবায়ের। স্থানীয়রা জোবায়েরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালকসহ বাকি তিনযাত্রীও আহত হয়। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুনঃ ইউরোপা লিগ: দলে ফিরেই রোনাল্ডোর গোলে ইউনাইটেডের জয়
পরিবার সূত্রে জানা যায়, নিহত জোবায়ের কর্মস্থলের উদ্দেশ্য রওনা দিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট জোবায়ের।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
[…] […]