কুড়িগ্রামে গাঁজা ও মদ সহ গ্রেফতার চার। পৃথক তিনটি অভিযানে প্রায় ২৫ কেজি গাঁজা ও ০২ বোতল বিদেশী মদ সহ ০৪ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গতরাত(২৫ নভেম্বর) সাড় ১১টায় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা শুকুরটারী মৌজাস্থ কুখ্যাত মাদক কারবারি বাবলু এর বসত বাড়ির পূব দূয়ারী চৌচালা টিনের ঘর ভিতর বিক্রয়ের জন্য বিশেষ কায়দায় মজুদ করে রাখা ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ নাগেশ্বরীর দক্ষিণ রামখানা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ বাবলু মিয়া( ৪৫) ও একই গ্রামের মোঃ জিয়ারুল হক (৪০) দ্বয়কে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
মাদক কারবারি বাবলু এর বিরুদ্ধে পূর্বের ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচরাধীন রয়েছে। পাশাপাশি উলিপুর থানা পুলিশ কর্তৃক গত ২৫ নভেম্বর ২০২২ তারিখ বিকাল আনুমানিক ০৪ টার সময় উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন থেতরাই ইউনিয়নের থেতরাই পাকার মাথা নামক স্থান হতে ০৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ০১ টি মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক কারবারি ফুলবাড়ী থানার কুরুশা ফেরুশা গ্রামের মোঃ মমিনুল ইসলাম খন্দকার কে গ্রেফতার করে।
অন্যদিকে রৌমারী থানা পুলিশ কর্তৃক রৌমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ বোতল অফিসার চয়েজ মদ সহ মাদক কারবারি রৌমারীর গোয়ালন্দ গ্রামের মোঃ লিটন মিয়া(২০) কে হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
আরও পড়ুন: বুদ্ধিজীবী সরণ গাঁথা
কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, জেলা পুলিশের তিনটি চৌকস টিম কুড়িগ্রামের নাগেশ্বরী, উলিপুর ও রৌমারীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ০২ বোতল বিদেশী মদ সহ ০৪ জন কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
[…] কুড়িগ্রামে গাঁজা ও মদ সহ গ্রেফতার চার… […]