বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

কালীগঞ্জে বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত


মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট
প্রকাশের সময় : জানুয়ারি ২, ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ
কালীগঞ্জে বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত

কালীগঞ্জে বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত। কালীগঞ্জ উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে মদনপুর বৈরাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগের ৩ বারের শ্রেষ্ঠ ও দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান  মাহবুবুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা যোগেন্দ্র নাথ, কেউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহমেদ,  বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড রশিদুজ্জামান আহমেদ, মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দা বেগম প্রমুখ।
এ সয়ম প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, দেশে যতবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে ততবার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এক সময় ছিল ৩/৬ মাস অতিবাহিত হলেও শিক্ষার্থীরা নতুন বই পেত না।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সক্ষম হয়েছেন। বিদ্যালয়গুলোতে পযাপ্ত শিক্ষক নিয়োগ ও  করার মাধ্যমে এখন প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষার মান উন্নয়ন হয়েছে। উপবৃত্তি প্রদানের মাধ্যমে ঝড়েপড়া শিক্ষার্থীর হার আজ শুন্যের কোঠায় নেমে এসেছে।
মাহবুবুজ্জামান আহমেদ আরোও বলেন, তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রতিটি স্কুলে শিক্ষাথীদের জন্য বেন্ঞ্চ, সিলিং ফ্যান, খেলাধুলার সামগ্রী, টিফিনবক্স,অনলাইন ক্লাসের ব্যবস্থা চালুকরন সহ অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষকদের শিক্ষার্থীদের পাঠদানে ত্রিপট,মোবাইল সহ সকল সামগ্রী তার উপজেলা পরিষদ হতে বিতরণ করেছেন বলে জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের যত্ন ও গুরুত্ব সহকারে শিক্ষকদের পাঠদানে সকলকে আহবান জানান তিনি। পরে তিনি নতুন বছরের প্রথম দিনে স্কুলের আহত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
Spread the love
Link Copied !!