দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আরও একজন মারা গেছেন।
গতকাল শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ৮টার মধ্যে তিনি মারা যান। আজ স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে মোট ২৯ হাজার ৪৮৬ জনের মৃত্যু হলো করোনায়। আর এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
আরও পড়ুনঃ মাহে রমজানে স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবকদের
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৬৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ৪৮ জন। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৭ দশমিক ৪৮ শতাংশ। কোভিড-১৯ শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
আপনার মতামত লিখুন :