বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

উৎসবে বিশ্বে পণ্যের দাম কমে, আমাদের দেশে বাড়ে: তথ্যমন্ত্রী


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ
উৎসবে বিশ্বে পণ্যের দাম কমে, আমাদের দেশে বাড়ে: তথ্যমন্ত্রী

উৎসবে বিশ্বে পণ্যের দাম কমে, আমাদের দেশে বাড়ে জানিয়েছেন তথ্যমন্ত্রী। উৎসব এলে সারা পৃথিবীতে পণ্যের দাম কমলেও বাংলাদেশে বেড়ে যায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, সারা বিশ্বে রমজান, ক্রিসমাস ডে ও পূজাতে সব রকমের পণ্যের দাম কমে। কিন্তু বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম। যেখানে উৎসব এলে সব পণ্যের দাম বেড়ে যায়। যখন উৎসব হবে, তখন যেন ব্যবসায়ী সংগঠনগুলোর দাম কমানোর মানসিকতা থাকে, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। যারা উৎসবে পণ্যের দাম কমাবে তাদের বণিক সংগঠনের পক্ষ থেকে পুরস্কার দিতে হবে।

বৃহস্পতিবার ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা- ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

তথ্যমন্ত্রী বলেন, গল্প ও সিনেমার মতো বাংলাদেশ বদলে গেছে। চট্টগ্রামও বদলে গেছে। আকাশ থেকে চট্টগ্রাম শহর চেনা যায় না। সাত থেকে আটটি ফ্লাইওভার হয়েছে। একটি এলিভেটেট এক্সপ্রেস ওয়ে হচ্ছে। ১৪ বছর আগে যে ছেলে বিদেশে গেছে। সে এখন ফিরে এসে তার নিজের গ্রাম চিনতে পারছে না। এত উন্নয়ন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য বিএনপি উন্নয়ন দেখতে পাচ্ছে না। পদ্মা সেতুর ওপর দিয়ে গিয়ে জনসভা করে উন্নয়ন দেখতে পারে না বিএনপি। চট্টগ্রামে এত উন্নয়ন হয়েছে আগামী বছর থেকে চট্টগ্রাম শহরে আর জলাবদ্ধতা হবে না।

আরও পড়ুনঃ‘পুষ্পা টু’ থেকে সরে দাঁড়িয়েছেন সামান্থা !

তিনি বলেন, চট্টগ্রামের বাণিজ্যমেলার জন্য আউটার রিং রোড এলাকায় সরকারি একটি বড় খাস জমি চিটাগাং চেম্বারকে বরাদ্দ দেওয়া হবে। চট্টগ্রামের বাণিজ্যমেলা দেশের মধ্যে বণিক সমিতির উদ্যোগে সবচেয়ে বড় মেলা। ঢাকার মেলা সরকারি তত্ত্বাবধানে হওয়ায় সেটি ব্যতিক্রম। গত ১৪ বছরে দেশের প্রত্যেক ব্যবসায়ীর উন্নতি হয়েছে। ব্যবসার ব্যাপ্তি বেড়েছে। এ সরকারের আমলে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পেয়েছেন ব্যবসায়ীরা।

মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, মেলা কমিটির উপদেষ্টা ও চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।

১৯৯৩ সাল থেকে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা হয়ে আসছে। এবারে মেলায় চারশটি স্টলে তিনশর অধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ভারত, থাইল্যান্ড ও ইরানের স্টল রয়েছে।

Spread the love
Link Copied !!