ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন জর্জিয়া মেলোনি। ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন জর্জিয়া মেলোনি। একই সাথে বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর এই প্রথম দেশটিতে কট্টর ডানপন্থী সরকার তৈরি হলো। খবর এএফপি’র।
৪৫ বছর বয়সী জর্জিয়া শনিবার ইতালির প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলার সামনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি। ২৪ সদস্যের মন্ত্রিসভায় ৬ জন নারী রয়েছেন।
গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয় জর্জিয়ার ‘ব্রাদারস অফ ইতালি’ দলের নেতৃত্বাধীন ডাপন্থী ‘ফোরজা ইতালিয়া’ জোট।
আরও পড়ুনঃ বিএনপি আন্দোলন জমাতে লাশ ফেলতে চায় : সেতুমন্ত্রী
চলতি বছরে ইটালির প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন মারিও দ্রাঘি। জোট সরকার আস্থা হারাতেই তিনি পদত্যাগ করেন বলে জানান। এর পরই দেশে অনিশ্চয়তা তৈরি হয়। ২৫ সেপ্টেম্বর ইতালিতে নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে লড়েই নতুন ইনিংস শুরু করলেন মেলোনি।
আপনার মতামত লিখুন :