বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ইউক্রেনে স্মরণ সভায় রুশ হামলায় নিহত ৫১


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৩, ১:৩৭ অপরাহ্ণ
ইউক্রেনে স্মরণ সভায় রুশ হামলায় নিহত ৫১

ইউক্রেনে স্মরণ সভায় রুশ হামলায় নিহত ৫১। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে বৃহস্পতিবার নিহত এব ব্যক্তির স্মরণ সভায় রুশ হামলায় ৫১ জন নিহত হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তা ঐ হামলাকে ভয়াবহ অভিহিত করলে পশ্চিমা নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

ঘটনার পর সেখানে থাকা এএফপি’র সাংবাদিকরা উদ্ধারকারীদের ধ্বংসস্তুপ থেকে একটি মৃতদেহ নিয়ে যেতে দেখেছে। তারা বেসামরিক পোশাক পরা বেশ কয়েকটি পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে এবং অন্যান্য মরদেহগুলো সাদা ব্যাগে রাখতে দেখেছে। খবর এএফপি’র।

খারকিভের উত্তর-পূর্বাঞ্চলের ৩৩০ জনসংখ্যার গ্রামটির একই ভবনের একটি দোকানে হামলায় অনেকে প্রাণ হারায়। শোকার্তরা একটি ক্যাফেতে অবস্থান নেয়।

৭০ বছর বয়সী ভোলোদিমির মুখোভাতি এএফপি’কে বলেন, ‘আমার ছেলেকে মাথা ও হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। তাকে নথি দেখে শনাক্ত করা গেছে।’ তার স্ত্রী এবং পুত্রবধূও সমাবেশে উপস্থিত ছিলেন। তবে তাদের জীবিত খুঁজে পাওয়ার আশা খুবই ক্ষীণ। তিনি দূর থেকে উদ্ধার কর্মীদের প্রত্যক্ষ করছিলেন।

তিনি এএফপি’কে জানান, ‘আমি গত ৪৮ বছর ধরে আমার স্ত্রীর সঙ্গে বসবাস করে আসছি।’ আমি একা বেশি দিন বাঁচবো না।ছয় বছর বয়সী একটি শিশুও এই হামলায় নিহত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেন, মোট ৬০ জন লোক মৃত এক গ্রামবাসীর স্মরণসভায় যোগদিতে ঐ এলাকায় গিয়েছিল।

গ্রোজা ফ্রন্টলাইন শহর কুপিয়ানস্ক থেকে ৩০ কিলোমিটার দূরে এমন একটি এলাকায় অবস্থিত যেখানে রুশ বাহিনী গত বছর ইউক্রেনীয় সৈন্যদের কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধারের জন্য চাপ দিচ্ছে।
ক্লাইমেনকো বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলায় একটি ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আরও  পড়ুনঃজলবায়ুর ক্ষতিকর প্রভাবে বিশ্বের কোটি কোটি শিশু বাস্তুচ্যুত হয় : ইউনিসেফ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই সময় স্পেনে ইউরোপীয় শীর্ষ সম্মেলনে ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ও তার সন্ধ্যার ভাষণে ঐ হামলার নিন্দা জানান।

Spread the love
Link Copied !!