বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ইউক্রেনকে অস্ত্র সহায়তার রুশ সতর্কতা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ
ইউক্রেনকে অস্ত্র সহায়তার  রুশ সতর্কতা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে অস্ত্র সহায়তার রুশ সতর্কতা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র। উক্রেনকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে রাশিয়ার সতর্কতার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট শুক্রবার কিয়েভকে আরও ৪০০ মিলিয়ন ডলার নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তাছাড়া মস্কোর বিরুদ্ধে ঐক্যের প্রদর্শনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে আমন্ত্রনও জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনারের প্রধান ইতোমধ্যে বলেছেন, তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নগরী বাখমুত ‘ব্যবহারিকভাবে ঘেরাও’ করে রেখেছে এবং মস্কোর অভিযানের পর সেখানে এখন সবচেয়ে ভয়ঙ্কর লড়াই সংঘঠিত হচ্ছে । খবর এএফপি’র।

ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা মস্কোর সামরিক হামলা মোকাবেলা এবং এমনকি কিয়েভের ভূমি পুনরুদ্ধারে সক্ষমতার চাবিকাঠি হয়ে উঠেছে। তবে ক্রেমলিন বলেছে এই ধরনের সহায়তা শুধুমাত্র সংঘাতকে দীর্ঘায়িত করবে এবং ইউক্রেনের জনগণের জন্য দুঃখজনক পরিণতি বয়ে আনবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে সামরিক সাহায্য সহায়তাকারি দেশগুলির অর্থনীতির ওপর একটি বড় বোঝা চাপিয়ে দিয়েছে এবং জার্মানিসহ এই দেশগুলির নাগরিক কল্যাণের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

আরও পড়ুন: এপিএও’র প্রথম বাংলাদেশী সভাপতি অধ্যাপক আভা হোসেন

তবে, ওয়াশিংটন রাশিয়ার সতর্কতা উপেক্ষা করে, কিয়েভে রুশ সেনা ও তাদের সরবরাহ লাইন ধ্বংসে সক্ষম হিমারস প্রিসিশন রকেট সিস্টেমসহ গোলাবারুদ সমৃদ্ধ নতুন নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করেছে। ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহ নিয়ে বাক-বিতন্ডার পরে অংশীদারিত্ব প্রদর্শনে, বাইডেন ইউক্রেনে রুশ আগ্রসনের পর প্রথম ওয়াশিংটন সফরের জন্য হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর শোলজকে আমন্ত্রণ জানিয়েছেন।

Spread the love
Link Copied !!