আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার পক্ষে এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার সরব উপস্থিতি।
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার কান্ডারী হয়েছেন হোসনে আরা লুৎফা ডালিয়া। দলীয় মনোনয়ন পেয়ে ইতিমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ, পথসভা সহ উন্নয়ন মূলক, জনসেবামূলক কর্মকান্ডের মাধ্যমে জনগণের মধ্যে সাড়া ফেলেছে হোসনে আরা লুৎফা ডালিয়া। এলাকাবাসীর কাছে তুলে ধরেছেন বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কার্যক্রম। এর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে শক্তিশালী করছেন তিনি।
হোসনে আরা লুৎফা ডালিয়া ১৯৬৭ সাল থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ডালিয়া আইন বিভাগ থেকে এলএলবি পাশ করেন , পেশায় একজন আইনজীবী। তিনি বাংলাদেশে নারী অধিকারের পক্ষে আন্দোলন করেন। নারীর বিরুদ্ধে সহিংসতা বিরোধী বিভিন্ন সভা-সেমিনারে তাকে বক্তা ও সংগঠক হিসেবে দেখা যায়।
হোসনে আরা লুৎফা ডালিয়া বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে সালে আওয়ামী লীগের মনোয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
হোসনে আরা লুৎফা ডালিয়া শিল্প-সাহিত্য অঙ্গনে সংগঠকের ভূমিকা রাখেন।। এছাড়া রংপুর জেলা ও বিভাগের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ছিলেন। শিল্পকলা একাডেমীর এডহক কমিটির সদস্য তিনি। একই সাথে রংপুর থিয়েটারের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুনঃ জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ সদস্য আটক
তিনি জেলা আওয়ামী লীগের ২বার আইন সম্পাদক, ৩ বার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক। ১৯৯৬ হতে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ছিলেন। ২০০৭ সালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক। ২০০৯ সালে সরকারি কৌঁসুলি। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য। রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক কমিটির সদস্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
রংপুর নগরীকে একটি পরিকল্পিত সুন্দর, যানজটমুক্ত, পরিচ্ছন্ন, বেকারমুক্ত , শ্রম,ব্যাবসা বান্ধব এবং শিক্ষা সাংস্কৃতির আধুনিক শহরে পরিনত করার জন্য নিজেকে নিয়োজিত করবেন।
তাই আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নগরবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
আপনার মতামত লিখুন :