আর ক’দিন পরই বিয়ে। ডেভিড মিলারকে তাই ক্রিকেটীয় ব্যস্ততার ভিড়ে বের করতে হচ্ছে ‘ব্যক্তিগত’ সময়।
এরই ফাঁকে খেলতে এসেছেন বিপিএলের প্লে-অফ পর্ব। বিয়ের ব্যস্ততার কারণে কয়েকদিন কোনো খেলাই দেখতে পারেননি। তবে দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার নিয়মিত দলের খোঁজখবর রেখেছেন। ক্রিকইনফোতে-দেখছিলাম-প্লে-অফে-উঠেছি-কি-না-মিলার ফরচুন বরিশাল প্লে-অফ নিশ্চিত করেছে নিজেদের শেষ ম্যাচে এসে। মিলার আগেই কথা দিয়ে রেখেছিলেন, প্লে-অফ থেকে খেলবেন। তাই দল প্লে-অফে উঠতে পারল কি না সেই খবর রাখতে হয়েছে শত ব্যস্ততা সত্ত্বেও।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে প্রোটিয়া তারকা বলেন, ‘সত্যি বলতে গেল কয়েকদিন কোনো খেলা দেখিনি। কয়েকদিনের বিরতিতে ছিলাম। সামনে আমার বিয়ে। তা নিয়ে অনেক কাজ করতে হচ্ছে। তবে আমি ক্রিকইনফোতে চোখ রাখছিলাম, পয়েন্ট টেবিলে কোথায় আছি প্লে-অফে উঠেছি কি না এসব খোঁজখবর রাখছিলাম। তবে টিভিতে খেলা দেখা হয়নি।’
বিপিএলে আগেও খেলা হয়েছে, তবে এবার পিচ কেমন তা যাচাই করতে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে মিলারকে। তিনি বলেন, ‘পিচ দেখতে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে! আমি চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছি। যতটা মনে আছে জার্সি ছিল গোলাপি রঙের। এক সপ্তাহের জন্য এসে তিনটি ম্যাচ খেলেছিলাম। বাংলাদেশে আসা সবসময় দারুণ স্মৃতিময়।’
আরও পড়ুনঃ গরুকে মদ খাওয়াচ্ছেন জুকারবার্গ!
ডু অর ডাই ম্যাচে জিততে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে ফরচুন বরিশালকে। মিলার তাই নিজের সেরাটা দিয়ে অবদান রাখতে চান দলের জয়ে, ‘কাল খুব ভালো খেলে কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হবে। আমি দলে যতটা সম্ভব অবদান রাখতে চাই। আমি যেন তরুণদের থেকে শিখতে পারি, তারাও যেন আমার থেকে শিখতে পারে। ছেলেরা ভালো খেলছে, আমিও আমার ভূমিকা রাখতে চাই।’
আপনার মতামত লিখুন :