আমির হোসেন আমুর সহধর্মিণীর ১৫ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক শিল্পমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সহধর্মিণী ( ফিরোজা আমু) র ১৫ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যায় বাদ মাগরিব ঢাকাস্থ ৪২, ইস্কাটন রোডের বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ শুভানুধ্যায়ী,গুণগ্রাহী,আত্মীয়স্বজনসহ অন্যান্য রাজনীতিবিদ ও সুধীজন। দোয়া মাহফিল পরিচালনা করেন ইস্কাটন নূরনগর জামে মসজিদের খতিব মইনুল ইসলাম ও মুয়াজ্জিন মোঃ জহিরুল ইসলাম।
আরও পড়ুনঃ কেন্দ্রে থাকছে না সিসি ক্যামেরা
দোয়ায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার পরিবার পরিজনের সকল মরহুমের জান্নাত কামনা করেন। সাথে দেশবাসীর সকলের মঙ্গল কামনা করেন।
[…] আমির হোসেন আমুর সহধর্মিণীর ১৫ তম মৃত্… […]