বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

আন্দোলনে ইরানি শাসকদের অবস্থান জাতিদের অনুভূতিকে আরও আঘাত করবে: শিরিন এবাদি


আন্তর্জাতিক ডেস্কঃ
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২৩, ২:৪৬ অপরাহ্ণ
আন্দোলনে ইরানি শাসকদের অবস্থান জাতিদের অনুভূতিকে আরও আঘাত করবে: শিরিন এবাদি

আন্দোলনে ইরানি শাসকদের অবস্থান জাতিদের অনুভূতিকে আরও আঘাত করবে জানিয়েছেন শিরিন এবাদি। ইরানের সাম্প্রতিক আন্দোলনকে দেশটির বর্তমান শাসনব্যবস্থার পতনের শুরু বলে বর্ণনা করেছেন নোবেলজয়ী আইনজীবী এবং মানবাধিকার কর্মী শিরিন এবাদি।

বর্তমানে নির্বাসনে থাকা শিরিন ইরানের শাসকগোষ্ঠীর বড় সমালোচক। শুক্রবার তিনি বলেন, কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানে যে ‘বিপ্লব’ দেখা গেছে, তা শেষ পর্যন্ত সরকার পতন করেই থামবে। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়, ২০০৩ সালে মানবাধিকারের পক্ষে সাহসী অবস্থানের জন্য শান্তিতে নোবেল পান শিরিন এবাদি। বর্তমানে বৃটেনের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন পাড় করছেন ৭৫ বছর বয়স্ক এই মানবাধিকার কর্মী। তিনি ইরানের চলমান আন্দোলনকে দেশটির শাসকগোষ্ঠীর জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। শিরিন বলেন, এই বিপ্লবী প্রক্রিয়াটি একটি ট্রেনের মতো যা তার চূড়ান্ত গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না। লন্ডন থেকে রয়টার্সকে এক সাক্ষাতকারে তিনি বলেন, বিক্ষোভ এখন শুধুমাত্র ভিন্ন আকার নিয়েছে, কিন্তু শেষ হয়ে যায়নি।

আরও পড়ুনঃ আসামে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে করার অপরাধে ১৮ হাজার পুরুষ আটক

শিরিন এবাদি আরও বলেন, আন্দোলন দমনে ইরানি শাসকদের কঠোর অবস্থান ইরানিদের অনুভূতিকে আরও আঘাত করবে। কারণ, তাদের অভিযোগগুলো কেউ শুনছে না, উল্টো তাদের বিরুদ্ধেই আঘাত নেমে আসছে। ২০১৫ সালের পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে ইরান যখন আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে চলেছে, তখনই দেশটিতে আন্দোলন মাথাচারা দিয়ে ওঠে।

উল্লেখ্য, গত বছরের ১৬ই সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনী মারা যাওয়ার পর থেকে ইরানের শাসকগোষ্ঠী ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

Spread the love
Link Copied !!