আদীতমারীতে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। লালমনিরহাটের আদিতমারী থানার পৃথক পৃথক অভিযান চালিয়ে পলাশী ও ভেলাবাড়ী ইউনিয়ন থেকে দুই জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই/নিঃ গোকুল চন্দ্র বর্মন, এসআই সালেহুর রহমান, এসআই (নিরস্ত্র) মোঃ সালেহুর রহমান আকন্দ, ও সঙ্গীয় ফোর্সসহ ৭নং পলাশী ইউপির নামুড়ি বাজারে জনৈক মুহাম্মদ মকবুল হোসেন এর সারের দোকানের সামনে বুড়িমারি গামী পাঁকা রাঁস্তার উপরে চেকপোস্ট ডিউটি করা কালে আসামী মোহাম্মদ রুবেল মিয়া(৩০), এর হেফাজত হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন ও ২ নং ভেলাবাড়ী ইউপির বকশীটারী মৌজাস্থ পলাতক আসামী মোঃ বেলাল হোসেন এর বসতবাড়ীর উত্তর দুয়ারী টিনের ঘরের ভিতর বিছানার নিচ হতে ১২ বোতল স্কার্ফ সিরাপ উদ্ধারসহ রাব্বী রাজু (২৮), দুইজন কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলেন মোহাম্মদ রুবেল মিয়া(৩০), পিতা মোঃ জালাল মিয়া, সাং-নামুড়ি রামদেব, ইউপি- পলাশী, রাব্বী রাজু (২৮), পিতা মোঃ ফজলুল হক, সাং- ভেলাবাড়ী, উভয়ের থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় পৃথক দুুইটি মামলা হয় মামলা নং-১৫, তা-১৩/০৪/২০২৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) রুজু করা হয়।মামলা নং ১৭, তাং১৪/০৪/২০২৩ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(খ)/৪১ রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আরও পড়ুন: মাধবপুর উপজেলা সমিতি, ঢাকা’র ইফতার মাহফিল সম্পন্ন
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে পলাশী ও ভেলাবাড়ী ইউনিয়ন থেকে দুই জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।
[…] […]