আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত । মন্ত্রিপরিষদ আজ সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত পুনঃনির্ধারণ করেছে। ১৫ নভেম্বর থেকে এই সময়সূচি কার্যকর হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সচিবালয়ে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে বলেন, ‘আগামী ১৫ নভেম্বর থেকে অফিসের এই নতুন সময়সূচি কার্যকর হবে।’
আরও পড়ুনঃ সিউলে হ্যালোইন উদযাপনে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
তিনি আরো জানান, সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ ব্যাংক নিজ নিজ প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণ করবে।
আপনার মতামত লিখুন :