আকিজ কলেজিয়েট স্কুলে জিপিএ-৫ ৯০ শিক্ষার্থীর। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা বজায় রেখেছে যশোরের ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুল। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ৯০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অংশ নিয়েছিলো ১২২ পরীক্ষার্থী।
আকিজ কলেজিয়েট স্কুলে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৬৮ ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৬৩ শিক্ষার্থী। এ গ্রেড পেয়েছে আট শিক্ষার্থী।
ব্যবসা শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলো ২৮ শিক্ষার্থী। এর মধ্যে আট জন জিপিএ-৫ অর্জন করেছে। এ গ্রেড পেয়েছে ১৫ জন। এ মাইনাস পেয়েছে দুই জন। পরীক্ষায় একজন অনুপস্থিত ও অকৃতকার্য
হয়েছে এক শিক্ষার্থী।
মানবিক বিভাগ থেকে এ প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া ২৬ পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন জিপিএ-৫ অর্জন করেছে। এ গ্রেড পেয়েছে সাত জন। অকৃতকার্য হয়েছে একজন।
নিয়মিতভাবে ভালো ফল অর্জনের কারণ হিসেবে আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ এনামূল কাদির শামীম বলেন, ক্লাসের পড়া ক্লাসে শেষ করাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আমরা সব সময় নিয়মিত ক্লাসকে প্রাধান্য দিয়েছি।
তিনি বলেন, কলেজে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের প্রথম দিন থেকেই পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয়। ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রতি শিক্ষকমÐলীদের নিবিড় পর্যবেক্ষণ
এবং অভিভাবকদের সহযোগিতায় ভালো ফলের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি।
আরও পড়ুন: রাজধানীতে ০৯ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান শিল্পপতি মরহুম শেখ আকিজ উদ্দিন ঝিকরগাছা উপজেলার নাভারণে ১৯৯২ সালে স্থাপন করেন আকিজ কলেজিয়েট স্কুল। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর এই প্রতিষ্ঠান এসএসসি, এইচএসসি পরীক্ষায় সেরা তালিকায় স্থান পাচ্ছে। সরকারি অনুদান ছাড়াই মফস্বলে স্থাপিত হলেও ইতোমধ্যে জেলার সেরাদের তালিকায় স্থান করে নিয়েছে আকিজ কলেজিয়েট স্কুল।
[…] আকিজ কলেজিয়েট স্কুলে জিপিএ-৫ ৯০ […]
xca6bf